src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Buy Domain bkash or Rocket payment||বিকাশ বা রকেট পেমেন্টে ডোমেইন কিনুন

Buy Domain bkash or Rocket payment||বিকাশ বা রকেট পেমেন্টে ডোমেইন কিনুন

বাংলাদেশ থেকে বিকাশ বা রকেট বা নগদে পেমেন্ট করে আপনি ডায়েনাহোস্ট থেকে ডোমেইন বা হোস্টিং কিনতে পারেন। ডোমেইন/হোস্টিং জগতে ডায়েনাহোস্ট(Dianahost) বিশ্বস্ত একটি নাম। দীর্ঘদিন ধরে তারা আমাদের দেশের বাজারে ডোমেইন ও হোস্টিং সেবা দিয়ে আসতেছে। আপনি ঘরে বসে বিকাশ বা রকেট বা নগদ বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে ডোমেইন হোস্টিং কিনে নিতে পারেন।

Domain buy by bkash
Buy Domain by Bkash Payment

ডায়েনাহোস্ট থেকে বিকাশে ডোমেইন বা হোস্টিং কেনার জন্য আপনাকে যা যা করতে হবে।

প্রথমে, আপনাকে ডায়েনাহোস্ট সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার এইমেইল আইডি এবং আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনি রেজিস্টেশন করে রাখতে পারেন। আপনি যদি মনে করেন,আপনি এখন ডোমেইন বা হোস্টিং কিছুই কিনবেন না,ভবিষ্যৎ এ হয়তোবা কোনদিন বা কয়েকদিন পরে কিনবেন। তবুও চাইলে আপনি রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। কারন রেজিস্ট্রেশন করে রাখলে, আপনি ডায়নাহোস্টের বিভিন্ন অফার সম্পর্কে রেগুলার আপডেট পাবেন।

ডায়েনাহোস্ট(Dianahost) সাইটে রেজিস্ট্রেশন করতে চাইলে এখানে ক্লিক করুন

কোন সাইটে বিকাশে ডোমেইন ব হোস্টিং কেনার আগে অবশ্যই আপনার সেই সাইট সম্পর্কে ভালোভাবে জানা থাকা প্রয়োজন। ডায়েনাহোস্ট বাংলাদেশের অন্যতম সেরা একটি ডোমেইন হোস্টিং প্রোভাইডর প্রতিষ্ঠান। এখানে ডোমেইন বা হোস্টিং এর দাম তুলনামূলক বেশি কিন্তু এই দুই/তিনশ টাকা বেশি দিয়ে আপনি কিছু প্রিমিয়াম সেবা পাবেন। যেগুলা অন্য ডোমেইন কোম্পানি আপনাকে নাও দিতে পারে।
উদাহরনস্বরূপ বলা যায়, ডায়েনাহোস্ট থেকে আপনি যদি ডোমেইন কিনেন, সেই ডোমেইনে সাইট তুলনামূলক দ্রুত রেঙ্ক করবে। অন্য সাইটে কম টাকার যে ডোমিন বিক্রি করে,সেগুলা সাইট স্পিড স্লো থাকে,মাঝেমধ্যে সাইট বন্ধ থাকে,সার্ভারে বিজি থাকে,ফলে কমদামে ডোমিন কিনলে আপনার সাইটে রেঙ্ক করাতে আপনার বেশি কস্ট করতে হতে পারে। তাই একটু বেশি দাম হলেও আপনি ডায়েনা হোস্ট (Dianahost) থেকে ডোমিন হোস্টিং কিনুন।

তাছাড়া ডায়েনাহোস্ট (Dianahost) ডোমিন রেজিস্ট্রেশন করার পর, আপনি তাদের সাইটের ইন্টারফেস দেখে সবকিছু খুব সহজে বুঝে ফেলতে পারবেন। কিভাবে বিকাশে পেমেন্ট করতে হবে,কিভাবে ডোমেইন সাইটে সেট করতে হবে সবকিছু আপনি রেজিস্ট্রেশন করার পরেই বুঝে যাবেন। না বুঝলে,সাইটে ইউটিউব ভিডিও টিউটোরিয়াল লিংক দেয়া আছে। সেখান থেকেও জানতে পারবেন। তাছাড়া রেজিস্ট্রেশন করার পরে,আপনি চাইলে তাদের কাস্টমার সার্ভিস সেন্টারে সরাসরি চ্যাট করতে পারেন বা আপনি সরাসরি তাদের কাস্টমার সার্ভিস নাম্বারে ফোনে কথা বলে নিতে পারেন। ডায়েনাহোস্ট (Dianahost) থেকে বিকাশে ডোমেইন কিনার ক্ষেত্রে তাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধিরা যথেষ্ট আন্তরিকতার সাথে আপনাকে সাহায্য করবে। ডায়নাহোস্ট (Dianahost) বাংলাদেশে অনেক বছর যাবৎ তাদের সার্ভিস কোয়ালিটি মান ঠিক রেখে সুনামের সাথে ব্যাবসায় করে আসছে। চাইলে ইউটিউবে সার্চ দিয়ে জেনে নিতে পারেন।

যারা এখনো রেজিস্ট্রেশন করেননি,রেজিস্ট্রেশন করতে কোনপ্রকার টাকাপয়সা লাগেনা। বরং রেজিস্ট্রেশন করে নিলে আপনি ভবিষ্যৎতে ডায়েনাহোস্ট থেকে অফার পাবেন। নিয়মিত তাদের আপডেট আপনাকে ইমেল করে জানাবে। তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করে ডায়েনাহোস্টের একজন্য সদস্য হয়ে যান। ডায়েনাহোস্টে রেজিস্ট্রেশন করতে চাইলে এখানে ক্লিক করুন।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post