src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Bkash Apps Use 10 Benefit||বিকাশ এপ্স ব্যাবহার করার দশটি সুবিধা জানুন

Bkash Apps Use 10 Benefit||বিকাশ এপ্স ব্যাবহার করার দশটি সুবিধা জানুন

আমাদের অনেকেই বিকাশ একাউন্ট রয়েছে কিন্তু বিকাশ এপ্স ব্যাবহার করিনা। আপনি যদি জানেন Bkash Apps ব্যাবহার করার দশটি(১০) সুবিধা কি কি তাহলে আপনি আজই বিকাশ এপ্স ডাউনলোড দিয়ে ব্যাবহার করতেন। আমাদের আজকের এই আর্টিকেলে Bkash Apps ব্যাবহার করার ফলে আমরা যে যে সুবিধাসমূহ পেতে পারি, যা আপনি হয়তোবা এখনো জানেন না আজ সেগুলো জেনে নিতে পারবেন।

Bkash Apps ব্যাবহার করার দশটি সুবিধা কি কি জেনে নিনঃ
সবার আগে জেনেন নিন, আপনি যদি এই লিখাটি সম্পূর্ন পড়ার পর, নিচের দেয়া লিংক থেকে Bkash Apps ডাউনলোড দিয়ে বিকাশ ব্যাবহার করেন,তাহলে আপনি আজই ৫০ টাকা বোনাস পাবেন। পাশাপাশি এপ্স থেকে প্রথমবার ২৫ টাকা মোবাইল রিচার্জ করলে,আপনি সাথেসাথে ২৫ টাকা ক্যাশবেক পেয়ে যাবেন। এবার বিকাশ এপ্স ব্যাবহার করার সুবিধাগুলো এক এক করে জেনে নিন।

Bkash apps dawnload
bKash apps Use

একঃ খুব সহজে যেকোন নাম্বারে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারি। Bkash Apps থেকে মোবাইল রিচার্জ করতে কোনপ্রকার অতিরিক্ত চার্জ লাগেনা।

দুইঃ  আমাদের কারেন্ট বিল,গ্যাস বিল, ওয়াইফাই বিল সহ যেকোনো বিল বিকাশের মাধ্যমে দিতে পারি। এমনকি এইসব বিল পেমেন্টে বিভিন্ন সময় বোনাস ও লটারির পুরুষ্কার দেয়া হয়।

তিনঃ Bkash Apps ব্যাবহার করে ব্রাক ব্যাংকের যেকোন বুথ থেকে আমরা টাকা তুলতে পারি। এক্ষেত্রে চার্জ তুলনামূলক কম কাটে। তারমানে একটি বিকাশ একাউন্ট করে,আমরা ব্যাংক একাউন্টের মতোই সুযোগ সুবিধা পেতে পারি।

চারঃ বিকাশে বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন অফার দিয়ে থাকে। যেমনঃ ১৬ ডিসেম্বর উপলক্ষে ১৬ টাকা রিচার্জে ১৬ টাকা ক্যাশবেক,নতুন বছর উপলক্ষে ২১ টাকা রিচার্জে ২১ টাকা ক্যাশবেক, ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ২১ টাকা রিচার্জে ২৫ টাকা ক্যাশবেক সহ বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে। এই অফারগুলো আপনি বিকাশ এপ্স(Bkash Apps) ব্যাবহার করার মাধ্যমে পেতে পারেন।

পাঁচঃ বিকাশ এপ্স থেকে কাউকে টাকা পাঠাতে বা মোবাইল রিচার্জ করতে অনেক সুবিধা। Bkash Apps দিয়ে টাকা পাঠানোর সময় আপনার ফোনের সেইভ করা নাম্বার দেখে সরাসরি টাকা পাঠাতে পারেন। তাতে করে, আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকেনা বললেই চলে।

ছয়ঃ বিকাশ এপ্স ব্যাবহার করে আপনি ক্যাশ আউট করার ক্ষেত্রে তুলনামূলক কিছুটা কম খরচে ক্যাশ আউট করতে পারেন। এমনকি সেন্ড মানি করার ক্ষেত্রেও কোন কোন সময় চার্জ ফ্রি বা কম খরচে করতে পারেন।

সাতঃ Bkash Apps ব্যাবহার করে কোন দোকান থেকে ক্যাশ আউট করার ক্ষেত্রে আপনি কিউআর(QR) স্ক্যানার ব্যাবহার করে সেন্ড মানি বা ক্যাশ আউট করতে পারেন। তাতেকরে, স্কেন করার পর,দোকানের বিকাশ এজেন্ট নাম্নারের পাশাপাশি দোকানের দাম সহ আপনার Bkash Apps থেকে দেখতে পারবেন।

আটঃ বিকাশ এপ্লিকেশন ব্যাবহার করার ফলে, আপনি আপনার কোন বন্ধুকে টাকা পাঠানোর ক্ষেত্রে সেও যদি বিকাশ এপ্স ব্যাবহার করে,তাহলে তার নাম ও ছবি সহ দেখতে পারবেন। তাতেকরে ভুল ব্যাক্তির কাছে টাকা চলে যাবার সম্ভাবনা কম থাকে।

নয়ঃ বিকাশ এপ্স ব্যাবহার করে কেনাকাটায় বিভিন্ন সময় অফার দিয়ে থাকে। যা আপনার Bkash Apps এ দেখতে পারবেন। আপনার ফোনের লোকেশন অপশন চালু করা থাকলে, আপনি আপনার নিকটবর্তী কোন দোকান বা শুরুমে Bkash Apps ব্যাবহারে কত পার্সেন্ট কমিশন চলছে সেটি আপনি দেখতে পারবেন। বিকাশ এপ্স ব্যাবহার না করলে এই সুবিধাটি আপনি জানতে পারবেন না।

দশঃ বিকাশ এপ্স Bkash Apps ব্যাবহার করে, অনেক সময় ১টাকায় কোকাকোলা বা এক টাকায় পেপসি খাওয়া যায়। বিকাশ তাদের ব্যাবহারকারোদের জন্য মাঝেমাঝে এইধরনের অফার দিয়ে থাকে। তাছাড়া বিভিন্ন উৎসবে বা মেলায় কোন পন্য কেনার ক্ষেত্রে বা রেস্টুরেন্ট বিল পেমেন্ট করার ক্ষেত্রে বিকাশ অফার দিয়ে থাকে।

উপরের এই দশটি সুবিধা ছাড়াও Bkash Apps ব্যাবহারকারীদের জন্য বিকাশে আরো কিছু সুবিধা রয়েছে। বইমেলা বই কেনার ক্ষেত্রে ছাড়, অনলাইনে বই কেনায় ছাড়, বিভিন্ন ডেলিভারি সাইট থেকে খাবার বা পন্য ডেলিভারি পেমেন্টে ছাড়,বিভিন্ন টুরিস্ট সাইটে ভ্রমনে বিকাশ এপ্সে পেমেন্টে ছাড় সহ অনেক অনেক সুবিধা। সুতরাং আপনার যদি বিকাশ একাউন্ট না থেকে থাকে,তাহলে বাসায় বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানার জন্য এখানে ক্লিক করুন।

আপনার যদি বিকাশ একাউন্ট আছে কিন্তু আপনি বিকাশ এপ্স ব্যাবহার না করে থাকেন, তাহলে প্লেস্টোর থেকে আসল ও একদম আপডেট  বিকাশ এপ্স ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এখান থেকে Bkash Apps ডাউনলোড করার পর যা যা করতে হবেঃ
প্রথমে উপরের দেয়া লিংক থেকে বিকাশ এপ্স ডাউনলোড দিবেন।


দ্বিতীয়ত, Bkash Apps ওপেন করে Log in অপশনে ক্লিক দিবেন।


তারপর আপনার বিকাশ একাউন্ট নাম্বারটি দিবেন এবং আপনার গোপন পিন নাম্বার দিবেন।


তারপর আপনার ফোনে থাকা সিমে ম্যাসেজ আসবে,সাথেসাথে অটোমেটিক আপনার বিকাশ এপ্স ওপেন হয়ে যাবে।

এবার চাইলে আপনার নাম ও আপনার প্রোফাইল ছবি দিতে পারেন। ব্যাস আপনার বিকাশ এপ্স চালু হয়ে গেলো। Bkash Apps চালু হওয়ার পর ৭২ ঘন্টার মধ্যে আপনি ২৫ বা ৫০ টাকা ক্যাশবেক পাবেন। ২৫ টাকা নাকি ৫০ টাকা সেটা নির্ভর করছে অফারের উপর। তারপর আপনি আপনার Bkash Apps থেকে প্রথমবার আপনার ফোনে ২৫ টাকা রিচার্জ করলে,আরো ২৫ টাকা ক্যাশবেক পেয়ে যাবে।
সুতরাং এত এত সুবিধা পাওয়ার পরেও কেন বিকাশ এপ্স ব্যাবহার থেকে বিরত থাকবেন।
যারা এখনো বিকাশ এপ্স ডাউনলোড করেননি, তারা এখানে ক্লিক করুন

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। কোন জানার বা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। স্মার্টফোন বিষয়ক নিত্যনৈমিত্তিক অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post