আমাদের অনেকের হাতে এখন স্মার্টফোনের পাশাপাশি বাটন ফোন থাকে। আবার অনেকে আছে স্মার্টফোন পকেটে নিতে অসুবিধে হওয়ায় বাহিরে বাটন মোবাইল নিয়ে বের হোন। অনেকে আবার ছিনতাইয়ের ভয়ে বাটন ফোন রাস্তায় বের হলে ব্যাবহার করে থাকেন। আমরা সবাই চাই দীর্ঘস্থায়ী ও ক্রিস্টাল ক্লিয়ার ভয়েজ নেটওয়ার্ক বাটন ফোন কিনতে। বাটন ফোন কেনার ক্ষেত্রে আমাদের বাজেট থাকে দুই বা আড়াইহাজার টাকার কম। আজকের আর্টিকেলে কিছু ভালো বাটন ফোন নিয়ে আলোচনা করবো।
![]() |
Best Button Mobile |
আপনি যদি সবচেয়ে ভালো মানের বাটন ফোন কিনতে চান,যেখানে কল কোয়ালিটি ও নেটওয়ার্ক দূর্দান্ত হবে। সেক্ষেত্রে আপনি স্যামসাং ব্রেন্ডের বাটন ফোনগুলো দেখতে পারেন। স্যামসাং ব্রেন্ডের বাটন মোবাইলের দাম তুলনামূলক বেশি,মানে আপনি নূন্মতম ১৫০০ টাকা বাজেট রাখতে হবে। দুইহাজার থেকে বাইশশত টাকা বাজেট নিয়ে যদি কিনতে পারেন, তাহলে রেগুলার ব্যাবহারের জন্য ভালো মানের বাটন ফোন কিনতে পারবেন।
তাছাড়া আপনি যদি অল্প বাজেটে অনেকগুলো ফিচার নিয়ে বাটন ফোন কিনতে চান, তাহলে আপনি সিম্ফনি ব্রেন্ডের বাটন ফোনগুলো দেখতে পারেন। সিম্ফনিতে আপনি একহাজার থেকে শুরু করে দুইহাজার টাকার মধ্যেই ভালো মানের বাটন ফোন পাবেন। যা দীর্ঘক্ষণ ব্যাটারি বেকাপের পাশাপাশি, ফোন দীর্ঘস্থায়ী হবে। ব্যাটারি বেকাপ মোটামুটি অনেক ভালো পাবেন।
তাছাড়া আপনি স্যামসাং সিম্ফনির পাশাপাশি মেক্সিমাস, ওয়ালটন, টেকনোর বাটন ফোনগুলো দেখতে পারেন। বাটন ফোন হিসেবে ওয়ালটনের বাটন ফোনগুলোও অনেক দীর্ঘস্থায়ী হয়। যা ৪-৫ বছর অনায়াসে আপনি ব্যাবহার করতে পারবেন।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।