বর্তমানে ভালোমানের প্রিমিয়াম স্মার্টফোনে স্নাপড্রাগনের প্রসেসর ব্যাবহার করা হয়ে থাকে। মিড বাজেট থেকে কিছুটা উপরের বাজেটের ফোন স্নাপড্রাগনের প্রসেসর না দিলেই অনেক রিভিউরার এটা নিয়ে আলোচনা সমালোচনা করে। যদি কোন ফোনে স্নাপড্রাগনের প্রসেসর ব্যাবহার করে থাকে তাহলে সেটি সবার চাহিদার শীর্ষে থাকে।
![]() |
Snapdragon Processor |
মিডিয়াটেকের পরবর্তী সময়ে আপগ্রেড প্রসেসর হিসেবে কোয়ালকম স্নাপড্রাগন প্রসেসর আমাদের মাঝে আসে। স্নাপড্রাগন প্রসেসরের দাম মিডিয়াটেকের তুলনায় অনেকটা বেশি। তাই ভালোমানের প্রিমিয়াম বাজেটের স্মার্টফোন ছাড়া এই প্রসেসর ব্যাবহার করেনা। আজ স্নাপড্রাগন প্রসেসরের কিছু সুবিধা আলোচনা করবোঃ
(১) স্নাপড্রাগনের প্রসেসরের পারফরমেন্স মিডিয়াটেকের তুলনায় অনেক বেশি দ্রুত কাজ করে।
(২) স্নাপড্রাগনের প্রসেসরের গেমিং পারফরমেন্স মিডয়াটেকের তুলনায় আপগ্রেড।
(৩) স্নাপড্রাগনের প্রসেসর যুক্ত ফোনের ব্যাটারি খরচ কম করে। ফলে ব্যাটারি দীর্ঘক্ষন চার্জ থাকে।
(৪) স্নাপড্রাগন প্রসেসরের হিটিং কম হয়। তাই দীর্ঘক্ষন ব্যাবহার বা গেমস খেললেও তেমন একটা গরম হয়না।
(৫) স্নাপড্রাগন প্রসেসরের ফটো বা ছবির কোয়ালিটি মিডিয়াটের চেয়ে অনেক ভালো হয়।
(৬) স্নাপড্রাগনের প্রসেসরের ফোনের চার্জিং স্পিড মিডিয়াটেকের তুলনায় দ্রুত হয়।
(৭) স্নাপড্রাগনের প্রসেসর ফোনে জিক্যাম সাপোর্ট করে। জিক্যাম কি সেটা যারা জানেন না,তারা আমাদের সাইটেই জিক্যাম নিয়ে তথ্য পাবেন।
এছাড়াও অনেক সুবিধা রয়েছে যেগুলো আপনারা মিডিয়াটেক প্রসেসরে পাবেন না।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।