ফোন স্লো হয়ে যাওয়া অনেকের একটি অতি কমন সমস্যা। ফোন কিছুদিন ব্যাবহারের পরেই দেখা যায় যে,ফোন স্লো হয়ে যাচ্ছে। মূলত ফোনের র্যাম রমে কিছু সমস্যা বা ফোনের প্রসেসরের কিছু সমস্যার কারনে ফোন স্লো হয়ে যেতে পারে। আপনার ফোন স্লো হওয়া থেকে বাঁচতে করনীয় কি সেগুলা আজকের আর্টকেলে আলোচনা করবো।
![]() |
Phone Slow Soluation |
আপনার ফোন যদি স্লো হয়ে যায়,তাহলে প্রথমেই দেখুন আপনার র্যামে কতটুকু যায়গা খালি আছে। নূন্মতম দেড় থেকে দুই জিবি জায়গা যায়গা খালি রাখার চেস্টা করুন।
ফোনের র্যামে পর্যাপ্ত যায়গা থাকা সত্তেও যদি আপনার ফোন স্লো হয়ে থাকে,তাহলে আপনি ফোনটির অপ্রয়োজনীয় এপ্লিকেশনগুলো আজই আন-ইন্সটল দিন। তারপর ফোনটিকে অবশ্যই রিস্টার্ট দিবেন। কারন এপ্স আন-ইন্সটল দেয়ার পরে রিস্টার্ট না দেয়া পর্যন্ত আপনি ফোনের পারফরমেন্সের ক্ষেত্রে পরিবর্তন দেখতে পারবেন না।
উপরের দুটি কাজ করার পরেও যদি আপনার হাতের স্মার্টফোনটি স্লো কাজ করে থাকে,তাহলে সেটি যদি রিমুভেবল ব্যাটারি হয়,ব্যাটারি কিছুক্ষন সময়ের জন্য খুলে রাখুন। যদিও এখনকার বাজারের বেশিরভাগ ফোনই নন রিমুভেবল ব্যাটারি দেয়া হয়ে থাকে। নতুবা আপনি ফোনটিকে বন্ধ করে ২০ পার্সেন্ট থেকে ১০০ পার্সেন্ট পর্যন্ত চার্জ করে নিন।
ব্যাটারি খুলে রাখার পরেও যদি দেখেন যে আপনার ফোনটি স্লো দেখাচ্ছে তাহলে আপনার নিকটস্থ ফোনের নির্দিষ্ট কাস্টমার কেয়ার সার্ভিসে নিয়ে যেতে পারেন। কাস্টমার কেয়ারে নিয়ে গেলে তারা হয়তো কোন সমাধান আপনাকে দিতে পারে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।