src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোনের গোরিলা গ্লাসের গুরুত্ব কি?

ফোনের গোরিলা গ্লাসের গুরুত্ব কি?

স্মার্টফোন কেনার সাথে আমরা ফোনের গোরিলা গ্লাসের প্রোটেকশন আছে কিনা সেটি দেখে নিই। বেশিরভাগ ফোনের সাথেই গোরিলা গ্লাসের প্রোটেকশন দেয়া থাকে। যদি না থাকে,তাহলে দোকান থেকে ফ্রিতে গোরিলা গ্লাস প্রোটেকশন দিয়ে থাকে। আজ আমরা জেনে নিব, ফোনের গোরিলা গ্লাস আসলে কতটা গুরুত্বপূর্ণ।

Mobile gorilla glass
Phone gorilla glass

একটি ফোনের ক্ষেত্রে গোরিলা গ্লাস অনেকের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। গোরিলা গ্লাস আপনার ফোনের ডিসপ্লে প্রোটেকশন দেয়। ফোন হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে ভাঙ্গা থেকে রক্ষা করে। অনেক ক্ষেত্রে গোরিলা গ্লাস ভাঙ্গে কিন্তু ডিসপ্লে ভাঙ্গেনা আবার অনেক ক্ষেত্রে ডিসপ্লে এবং গ্লাস দুটোই ভেঙ্গে যায়। তবে ফোনের গোরিলা গ্লাস ফোনের ওজন কিছুটা বাড়িয়ে দেয়। অন্যদিকে আপনার ফোনের ডিসপ্লেতে দাগ দূর করতে গেলে ফোনের সমস্যা হতে পারে। ডিসপ্লেতে যাতে কোনপ্রকার দাগ না পড়ে,তাই গোরিলা গ্লাস ব্যাবহার করা হয়।

এখনকার বাজারে অত্যাধুনিক কিছু গোরিলা গ্লাসের পাশাপাশি টেম্পার্ড গ্লাস এসেছে যেগুলা আপনার চোখকে ফোনের আলো থেকে রক্ষা করবে। এন্টি ব্লু গ্লাস বাজারে পাওয়া যায়। যেগুলো আপনার চোখের সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে। এছাড়া ধুলোবালি জমে আপনার গ্লাসের টাচ স্কিনে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আপনি যদি গোরিলা গ্লাসের প্রোটেকশন নিয়ে থাকেন,তাহলে ফোনের টাচে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। আপনার ফোনের সাথে শাথে গোরিলা গ্লাসের প্রোটেকশন লাগিয়ে নেয়াটাই ভালো। তাতেকরে ছোটখাটো দাগ ও হাত থেকে ফোন পড়ে গেলেও কোন কোন সময় আপনার ফোনকে রক্ষা করতে পারে।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post