src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ফোন চার্জে রেখে কথা বললে সে ক্ষতি হয়

ফোন চার্জে রেখে কথা বললে সে ক্ষতি হয়

আমরা অনেকেই ফোন চার্জে রেখে অনবরত কথা বলতে থাকি। আমরা যদি জানতাম ফোন চার্জে রেখে কথা বললে কি ক্ষতি হতে পারে,তাহলে হয়তোবা কখনোই এই কাজটি করতাম না। চার্জে ফোন রেখে কথা বললে আমাদের যে ক্ষতিসমূহ হয় সেগুলা আজকের আর্টিকেলে আলোচনা করা হবে।

Phone use when charging
Mobile Use under Charge

মোবাইল ফোন চার্জে রেখে কথা বললে ফোনের র‍্যাডিয়েশন অনেকগুন বেড়ে যায়। এমনকি আপনি যদি চার্জে রেখে ইন্টারনেট ব্রাইজিং করেন,তখনো ফোনের রেডিয়েশন অনেক বেশি হয়। ফোনের রেডিয়েশন বেড়ে যাবার কারনে আমাদের শারীরিকভাবে অনেক ক্ষতি হতে পারে। যখন কোন ফোন চার্জে থাকে তখন ফোনের প্রসেসর ও প্রতিটি পার্টস শক্তি সঞ্চয় করে। ফোনের মধ্যকার অনেক যন্ত্রাংশ চার্জিং অবস্থায় তাদের অভ্যন্তরীণ বেকাপ নেয়। আর ঠিক একইসময় যখন আমরা ফোন ব্যাবহার করি, কথা বলি বা ইন্টারনেট ব্রাইজিং করি,তখন ফোনের এই শক্তির পরিমান অনেকগুন বেড়ে যেতে থাকে। যা আমাদের দেহের জন্য ক্ষতির কারন হয়ে দাঁড়াতে পারে। চার্জে লাগানো অবস্থায় ফোনে কথা বললে,নেটওয়ার্ক উচ্চ রেডিয়েশন ঘটে,যা আমাদের মস্তিষ্ক ব্রেইনের জন্য মারাত্মক ক্ষতিকর। তারপর অনেকের প্রশ্ন থাকতে পারে, যদি ফোন চার্জে লাগিয়ে হ্যাডফোন বা ব্লুটুথ হ্যাডফোনে কথা বলি,তাহলে কি ক্ষতিকর হবে কিনা! তাহলে ক্ষতি হবে,তবে তা কিছুটা কম। তাই আমাদের উচিৎ হবে, ফোন চার্জ দেয়া অবস্থায় সেটি ব্যাবহার না করা।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post