একটি ফোনের ক্ষেত্রে সেই ফোনের র্যাম বা রম কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তোবা অনেকেই জানেন। আবার অনেকে ঠিকভাবে জানেন না। ফোনের র্যাম মেমোরি বা রম মেমোরি কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকের আর্টিকেলে আলোচনা করবো।
![]() |
Mobile Ram and Rom |
একটাসময় র্যাম/রম'কে ফোনের প্রান বলা হতো। যেকোনো ফোনের ক্ষেত্রে সেই ফোনের পারফরমেন্স কতটা ভালো হবে,সেটা ফোনের র্যামের উপর নির্ভর করতো। যদিও এখন র্যাম রমের সাথে প্রসেসর যুক্ত হয়েছে। এখন ফোনের পারফরমেন্স প্রসেসরের উপর অনেকটা নির্ভর করে। ফোনের এপ্স ওপেনিং ও গেমিং পারফরমেন্স র্যামের উপর নির্ভর করে। তাছাড়া ফোনের প্রসেসর যদি আগের যুগের প্রসেসর হয়,তাহলে সেক্ষেত্রে ছবির কোয়ালিটি আপনার র্যাম/রমের উপর নির্ভর করবে। র্যাম যত বেশি ফাঁকা থাকবে,ফোনের পারফরমেন্স তত বেশি ভালো হবে।
আপনার ফোনের র্যামে যত বেশি এপ্লিকেশন ইন্সটল করা থাকবে,তত বেশি ব্যাটারি ক্ষয় হবে। তাই র্যাম/রম খালি রাখার চেস্টা করবেন। তাতে আপনার ব্যাটারি বেকাপ তুলনামূলক ভালো পাবেন। এছাড়াও আপনার ফোনের অভ্যন্তরীণ র্যাম ম্যানেজমেন্ট বা এপ্স ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে আপনি দূর্দান্ত পারফরমেন্স পাবেন। এখনকার যুগে দৈনন্দিন কাজের জন্য নূন্মতম ২জিবি'র র্যাম প্রয়োজন। তাই ভালো প্রসেসরের পাশাপাশি র্যাম ম্যানেজমেন্ট ভালো হওয়া চাই।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।