src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ব্যাটারি চার্জ ০০%(জিরো) থেকে ১০০%(একশত) করলে যা হয়

ব্যাটারি চার্জ ০০%(জিরো) থেকে ১০০%(একশত) করলে যা হয়

ফোনের ব্যাটারি বেকাপ খারাপ হয়ে গেলে অনেকেই একটি কমন পরামর্শ দিয়ে থাকে। তারমধ্যে অন্যতম ফোনের চার্জ জিরো থেকে একশ পার্সেন্ট করা। ফোনের চার্জের ক্ষেত্রে এটা কি আসলেই কার্যকরী।

Mobile charge rules
Beterry Charge

ফোনের চার্জ ১% থেকে ১০০% করলে ব্যাটারির ক্ষেত্রে কিছুটা উপকার হয়। আবার কোন কোন ক্ষেত্রে ব্যাটারির ক্ষতিও হয়। আপনি যদি এই কাজটি করেন,তাহলে ফোনের ব্যাটারিতে জমে থাকা পুরাতন চার্জগুলো শেষ হবে। পাশাপাশি ব্যাটারি পুনরায় রিস্টার্ট হবে। এই কাজটি করার পর ৫-৭দিন পর্যন্ত আপনি কিছুটা ভালো পারফরমেন্স পাবেন। তবে এতে হিতে বিপরীত হওয়ার কিছুটা সম্ভাবনা থাকে। এতে করে আপনার ফোনের ব্যাটারি কিছুটা ফুলে যেতে পারে। মোবাইল কেনার প্রথম এক বা দুইবছরের মধ্যে এই কাজটি করলে ভালো ফলাফল পেতে পারেন। দূর্বল বা দীর্ঘমেয়াদি ব্যাবহারের পর ব্যাটারির কন্ডিশন খারাপ হলে তখন এই কাজ করলে ব্যাটারি পারফরমেন্স তেমন একটা উন্নত হবে বলে মনে হচ্ছেনা। 


বর্তমানে নতুন ফোন কেনার পরে দোকানদার পরামর্শ দিয়ে থাকেন, ফোন ব্যাবহার করে চার্জ ৩০% এর নিচে এনে,তারপর চার্জ দিতে কিন্তু আগেরকারদিনে ফোন কিনলেই বলা হতো বাসায় নিয়ে ৪-৫ঘন্টা চার্জে লাগিয়ে রাখেন। কিন্তু এখনকার সময়ে ফোন বিক্রেতারা এই কথাটি বলেনা।

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।

Previous Post Next Post