হাতের শখের ফোন দিয়ে সুন্দর ও দূর্দান্ত ছবি তুলতে সবাই চায়। কেউ ভালো ছবি তুলতে পারে,আবার কেউ পারেনা। মোবাইল দিয়ে ভালো ছবি তুলতে হলে আপনাকে কিছু কৌশল জানতে হবে। আপনি যদি কৌশলগুলো জেনে নিতে পারেন,তাহলে আপনার হাতের ফোনটি যেমনই হোকনা কেন,আপনি দূর্দান্ত কিছু ছবি তুলতে পারবেন। আজকেএ এই আর্টিকেলে ফোন দিয়ে সুন্দর ছবি তোলার কিছু টিপস ও কৌশল আলোচনা করবো।
![]() |
Mobile photography |
ক্যামেরা কোয়ালিটিঃ আপনার ফোনে সুন্দর ছবি তুলতে হলে বর্তমানে পেক্ষাপটে আপনার মোবাইলের ক্যামেরা নূন্মতম ১৩ মেগাপিক্সেল হতে হবে। আপনার ফোন ক্যামেরা যদি ১৩ মেগাপিক্সেলের হয়,তাহলে আপনি দূর্দান্ত কিছু ছবি তুলতে পারবেন।
ছবির সময়ঃ ছবি তোলার উপযুক্ত সময় হলো বিকেল বেলা। যখন রোদ পড়ে যায়,তখন যদি ছবি তুলেন,তাহলে আপনি দূর্দান্ত কিছু ছবি তুলতে পারবেন।
ফোনের সেটিংঃ অনেকে ফোনের ক্যামেরা সেটিং না বুঝেই ছবি তুলে ফেলে। যখন আপনি গ্রুপ ছবি তুলবেন তখন কোন মুডে তুলতে হবে। আবার যখন একা নির্দিষ্ট কোন ব্যাক্তির ছবি তুলবেন,তখন কোন মুডে তুলতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। একা কারো ছবি তুললে তখন এআই ক্যামেরা মোডে ছবি তুলবেন।
ফোনের ফ্লাশলাইটঃ দিনেবেলা ছবি তুললে ফ্লাশলাইট ব্যাবহার করার প্রয়োজন পারেনা। তবে বিকেল বা রাতে ছবি তুললে ফ্লাশলাইট ব্যাবহারে ভালো কোয়ালিটির ছবি পাবেন।
ফোনের স্পেসঃ ফোনের র্যাম/রমে স্পেস যদি কম থাকে তাহলে আপনার কাঙ্খিত ছবির কোয়ালিটি পাবেন না। আপনার কাঙ্খিত ছবি পেতে চাইলে ফোনে থাকা অপ্রয়োজনীয় এপ্লিকেশন আন-ইন্সটল করুন এবং তারপর ফোন রিস্টার্ট দিয়ে রাখুন।
ফোনের ব্রাইটনেসঃ ছবি তোলা অবস্থায় আপনার ফোনের ব্রাইটনেসের পরিমান পর্যাপ্ত কিনা সেটা যাচাই করে নিতে হবে। পর্যাপ্ত ব্রাইটনেস না হলে ছবি সুন্দর আসবেনা।
ক্যামেরার স্টেবিলিটিঃ ভালো ও সুন্দর ছবি তুলতে হলে আপনার ক্যামেরা অবশ্যই স্থির রেখে ছবি তুলতে হবে। ক্যামেরা নড়াচড়া করলে ছবি সুন্দর আসবেনা। স্থির ক্লিকে অসাধারণ ছবি পাবেন।
ব্যাক্তি নির্ধারণঃ ছবি তোলার সময়,ছবিতে থাকা ব্যাক্তিদের মুখে গোল চিনহ দেখায়। সবার চেহারা ক্যামেরা ঠিকভাবে নির্ধারণ করতে পেরেছে কিনা সেটি চেক করে তারপর ক্লিক দিতে হবে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।