এখনকার যুগে ফোনে নানা ধরনের গ্লাস প্রোটেকশন ব্যাবহার করা হয়ে থাকে। গোরিলা গ্লাস,থ্রিডি গ্লাস,কার্ভ গ্লাস,ফাইভডি গ্লাস,টেম্পার্ড গ্লাস। সাম্প্রতিক সময়ে এন্টি ব্লু নামে এক গ্লাস প্রোটেকশন বাজারে এসেছে। আজকের আর্টিকেলে এন্টি ব্লু গ্লাস প্রোটেকটরের সুবিধাগুলো জেনে নিবো।
![]() |
Anti Blue glass protection |
এন্টি ব্লু গ্লাস প্রোটেকটরের সুবিধাসমূহ আলোচনা করা হলোঃ
(১) এক্টি ব্লু গ্লাস প্রোটেকটর চোখের জন্য ভালো। ফোনের ক্ষতিকর আলো থেকে চোখকে রক্ষা করে।
(২) এন্টি ব্লু গ্লাস প্রোটেকটর গোরিলা গ্লাসের তুলনায় ভালো প্রোটেকশন দেয়।
(৩) গ্লাস প্রোটেকটরের মাঝখানে হাওয়া জমার সমস্যা এন্টি ব্লুতে হয়না।
(৪) গ্লাস প্রোটেকশনের উপরের অংশের যেকোন দাগ বা ময়লা সহজে টিসুৎ পেপার বা নরম কাপড় দিয়ে তুলে ফেলা যায়।
(৫) এন্টি ব্লু গ্লাস ব্যাবহারের ফলে ফোনের মধ্যে কোন গ্লাস প্রোটেকশন আছে এমন বোঝা যায়না। তাছাড়া দেখতে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস প্রোটেকশন দিবে।
সবকিছু বিবেচনায় এন্টি ব্লু গ্লাস প্রোটেকটর বর্তমান বাজারে গোরিলা গ্লাস প্রোটেকশনের নতুন এক সংযোজন বলা চলে।
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে আপনার যে তথ্য জানার প্রয়োজন ছিল সেটি জানতে পেরেছেন। স্মার্টফোন বিষয়ক আপনার অনেকে অজানা তথ্য আমাদের এই সাইটে আপনি পাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Facebook Page লাইক দিয়ে এক্টিভ থাকুন। সাইটের নিচের অংশে আমাদের ফেইসবুক পেইজ দেয়া আছে। সেখানে স্মার্টফোন সম্পর্কিত নিয়মিত নিত্যনতুন আরো অজানা তথ্য জানতে পারবেন।