src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> Symphony Z15 Price Details in Bangla

Symphony Z15 Price Details in Bangla

Symphony Z15 সিম্ফনি জেট১৫ নিয়ে বিস্তারিত বাংলায় বিস্তারিত খুঁটিনাটি জেনে নিন। বিস্তারিত শেষে ভালো মন্দ উভয় দিক তুলে ধরা হবে।
অফিশিয়াল দামঃ ৮৪৯০/- টাকা।
আন-অফিশিয়ালঃ বাংলাদেশি ফোনে আবার আন-অফিশিয়াল কি?
Symphony Z15 Price,symphony new mobile price
Symphony Z15 Price in Bangladesh
✅ Symphony Z15 ফোনটি প্রথম বাজারে আসে মে ২০১৯ সালে।
✅প্রাথমিক অবস্থায় দুইটি কালারে ফোনটি পাওয়া যাবে। নীল ও লাল।
✅থ্রিজি সাপোর্ট পাবেন পাশাপাশি ফোরজি পাবেন।
✅ডুয়েল ন্যানো সিম স্লট আছে। ফুল ভিও ডিসপ্লে। গ্লাস প্রোটেকশন পাবেন।
✅ ইউএসবি টাইপ সি সাপোর্ট পাবেন না।
✅ তবে ভালো দিক যে এই ফোনে ওটিজি সাপোট করবে। ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেতে থাকবে না,ফোনের পেছনে থাকবে পাশাপাশি ফেইস আনলক থাকবে।
✅ এলসিডি টাচ স্কিন এলসিডি ডিসপ্লে।
✅ প্লাস্টিক বডি পাবেন।
✅ ফোনের সামনেই দিকে গ্লাস প্রোটেকশন পাবেন। মিনিমাল নচ ডিসপ্লে

★ওজন ও সাইজঃ
✅ ওজন প্রায় ১৯৪ গ্রাম। যা মোটামুটি ওজন।
✅ সাইজ ৬.০০ ইঞ্চি। আগের ফোনের তুলনায় মোটামুটি বড়। মাল্টিচাট করতে পারবেন।

★ক্যামেরাঃ
✅সামনের ক্যামেরা ৫ ম্যাগাপিক্সেল, এইচডিআর সাপোর্ট করবে। ১০৮০ পি তে ভিডিও করা যাবে।
✅ পেছনের ক্যামেরা ১৩+২ মেগাপিক্সেল।
তারমানে মাত্র দুইটি ক্যামেরা থাকছে পেছনে। ডেপথ সেন্সর থাকবেনা। তবে নাইট মোড ও পোট্রেইট মোডে ছবি তুলা যাবে।
✅ ১০৮০ পি তে ভিডিও রেকর্ডিং করা যাবে। যা ফোনের ভালো দিক।

★ব্যাটারি ও চার্জারঃ
✅ ৪০০০ এম্পিয়ার এর রিমুভেবল ব্যাটারি পাবেন।
✅ ফাস্ট চার্জার পাবেন না। এই দামের মধ্যে না দেয়াটাই স্বাভাবিক।

★এন্ডয়েড ভার্সন ও প্রসেসরঃ
✅ এন্ডয়েট ৯.০০ পাই। গো এডিশন।
✅  সাধারন প্রসেসর পাবেন।

★র‍্যাম&রম ও মেমোরিঃ
✅র‍্যাম ২জিবি
✅ রম ৩২ মাইক্রো এসডি কার্ড ১২৮ জিবি পর্যন্ত ডেডিকেটেড স্লট থাকবে।

অন্যান্য সুবিধা যা যা পাবেন। ভালো ও মন্দ তার মধ্যে আছেঃ
✅  ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট নেই,পেছনে আছে। ফেইস আনলক আছে। তাছাড়া ফোনটি ফুল ভিও এইচডি আইপিএস এলসিডি স্কিন। গোরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন। গোরিলা গ্লাস কত সেটা বলা নেই। ফুল এইচডিতে ১০৮০পি ভিডিও সহ আরো অনেই সুবিধা পাবেন। যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য এই ফোন তেমন ভালো হবেনা। ব্যাটারি মোটামোটি ভালো ও ক্যামারা মোটামুটি ভালো পাবেন। আরেকটি ভালো দিক এটি ফুভ ভিও ডিসপ্লে। যা দিয়ে দূর্দান্ত ভিডিও এক্সপেরিয়েন্স করা যাবে। তবে যেই দামের ফোন, এই দামের মধ্যে সেরা ফোন। তাছাড়া এই ফোনে পোট্রেট মোড ও নাইট মোডে ছবি তোলা যাবে। আপনার বাজেটের মধ্যে এই দামে Symphony z15 এর চেয়ে ভালো ফোন আর নাও পেতে পারেন। প্রসেসর মোটামুটি এই বাজেটে চলার মতো ফোন। নয়েস কনসোলেশন থাকবে। মানে আপনার সামনে কোলাহল থাকলেও অপরপ্রান্তে শুনতে সমস্যা হবেনা। ফিঙ্গারপ্রিন্ট পেছনে যা শুরুতেই বলেছি তবে ফেইস আনলক অনেক বেশি কার্যকর। ৮-৯ হাজার টাকা বাজেটে Symphony z15 চেয়ে ভালো ফোন পাবেন না। চাইলে কিনে ফেলতে পারেন।

এটিই একমাত্র বাংলা মোবাইল রিভিউ ওয়েবসাইট যেখানে বাংলায় মোবাইল ফোনের বিস্তারিত রিভিউ করা হয়। পাশাপাশি প্রতিটি রিভিউ শেষে আমাদের নিজস্ব কিছু মতামত থাকে। যেই মতামতের উপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনাদের সকলের সাপোর্ট আমাদের জন্য অনুপ্রেরণা।
মোবাইল বিষয়ক উপরের সকল তথ্যের শতভাগ গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছিনা কারন সকল তথ্য কোন কোন মাধ্যম বা সোর্স থেকে সংগ্রহীত।
Previous Post Next Post